সেকালের কলকাতার স্থাপত্যের সংখ্যা নেহাত কম নয়। সেইসব স্থাপত্যগুলির একদিকে যেমন নানা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তেমনি সেগুলির স্থাপত্য শৈলীও নানা বিচিত্রতায় শিল্পের এক নতুন দিগন্তকে স্পর্শ করেছে। ইহুদি সিনাগগ্, পারসি অগ্নিমন্দির থেকে মন্দির, মসজিদ, গির্জা, প্রাসাদ—বৈচিত্র্যের শেষ নেই। নিতাই বিশ্বাস তাঁর পূর্বেকার গ্রন্থ ‘রেখায় রেখায় কলকাতা’র মতোই এই গ্রন্থে কল্লোলিনী তিলোত্তমার স্থাপত্যশিল্প ও সংস্কৃতির মেলবন্ধনকে উপস্থিত করেছেন অসাধারণ সব রেখাচিত্রে। কথাসাহিত্যিক সমরেশ মজুমদার লিখেছেন, ‘আমার সেই দেখা কলকাতাকে ফিরে পেলাম। সেই শহর কলকাতা। তার গর্বের স্থাপত্যের সঙ্গে অতি সাধারণ পথের পাঁচালি জীবন পেয়ে গেছে…।’‘রেখাচিত্রে কলকাতার স্থাপত্য’ গ্রন্থে কলকাতার অমূল্য ঐতিহ্য চিত্রিত।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.