প্রবাদপ্রতিম সংগীতাচার্য আলাউদ্দিন খাঁ-র কন্যা এবং পণ্ডিত রবিশঙ্করের প্রথমা পত্নী অন্নপূর্ণার জীবন এখন এক নিভৃত অন্তরালের কথাকাহিনি। নিজের হাতে গড়া এক লৌহকঠিন ঘেরাটোপের ভেতরে তিনি আজ এক প্রহেলিকা। অথচ তাঁকে ঘিরে সংগীত-প্রেমী ও অনুরাগীদের মুখে হাজারো প্রশ্ন, হৃদয়ে অন্তহীন ঔৎসুক্য। স্বেচ্ছা-নির্বাসন বেছে নিয়েছেন অন্নপূর্ণা। তবু আজও তিনি একান্ত সাধনায় মগ্ন। তাঁর করকমলের শিল্পিত ছোঁয়ায় নিয়ত প্রাণবন্ত হয়ে উঠছে একটি বিরল সুরযন্ত্র। যার নাম সুরবাহার। এই আশ্চর্য গ্রন্থ সেই সুরবাহারি ধ্যানপ্রতিমা অন্নপূর্ণাকে নিয়ে। তবে প্রচলিত জীবনী এ নয়। বলা যেতে পারে, এই গ্রন্থ অন্নপূর্ণার হারিয়ে যাওয়া অতীত ও বর্তমান জীবনের ‘ইমাজিনেটিভ রিকন্সট্রাকশন’। লেখক এখানে সেই অন্নপূর্ণাকে খুঁজেছেন যাঁর জীবনের একদিকে তীব্র হাহাকার, অন্যদিকে চরিত্রের অনমনীয় তেজ।অনিবার্যভাবে এসেছেন রবিশঙ্কর। মাইহারের দিনগুলিতে, রবিশঙ্কর ও অন্নপূর্ণার প্রথম যৌবনের এক বর্ণময় ছবি এঁকেছেন লেখক। সঙ্গ ও নিঃসঙ্গতায়, যন্ত্রণা ও নির্জনতায় কীভাবে পল্লবিত হয়েছে দুটি হৃদয়, সংগীত আর জীবনের মেলবন্ধন ঘটেছে কোনলগ্নে— এ সবই প্রত্যুষের আলোর মতো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে এই গ্রন্থে। আবার রবিশঙ্করের সঙ্গে অনিবার্য বিচ্ছেদের শেষে অন্নপূর্ণার জীবনের অজানিত কাহিনিরও মর্মমূলে প্রবেশ করেছেন লেখক। সব মিলিয়ে এতদিন পরে রচিত হল এক সম্পূর্ণ অন্নপূর্ণার পরিপূর্ণ জীবনালেখ্য।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.