কথাসাহিত্যে জ্যোতিরিন্দ্র নন্দী সর্বার্থেই নতুন এক ঘরানার অধিকারী। ছোটগল্পে আশ্চর্য সিদ্ধির পাশাপাশি উপন্যাস রচনাতেও তিনি ছিলেন অনন্য। মৌলিক জীবনদৃষ্টি এবং তীব্রতার কারণে তাঁকে বরাবরই নিঃসঙ্গ লেগেছে। একটি সাক্ষাৎকারে জ্যোতিরিন্দ্র নন্দী বলেছিলেন, “আমার লেখা এক অর্থে আমার আত্মজীবনী।” বাস্তবিকই সযত্নে, কখনও-বা নির্মমতায়, তিনি বুনেছিলেন তাঁর সময়কে- যে সময়ের শরীরে লেগে আছে ক্রমবিস্তারী নগরসভ্যতার মোহ, চমক, লোভ, পাপ, ক্লান্তি। পুরনো মূল্যবোধের বিপর্যয়, মনোবিকলন তাঁর তীক্ষ্ণ নজরে ধরা পড়েছে বারংবার। একের পর এক ছোটগল্প, উপন্যাসে সাক্ষ্য রয়েছে এসবের। শতবর্ষের প্রাক্কালে আনন্দ থেকে প্রকাশিত হল এই ব্যতিক্রমী কথাকারের ‘উপন্যাস সমগ্র ১’। অন্তর্ভুক্ত হয়েছে পাঁচটি উপন্যাস— সূর্যমুখী, মীরার দুপুর, বারো ঘর এক উঠোন, নীল রাত্রি, গ্রীষ্মবাসর। প্রতিটি লেখাতেই খেলা করে যায় ভোগবাদে লোলুপ এক কালবেলা, তদুপরি মানবচরিত্রের দুর্জ্ঞেয় রহস্য। ‘সূর্যমুখী’র নিশানাথ, ‘মীরার দুপুর’-এর মীরা বা ‘বারো ঘর, এক উঠোন’-এর শিবনাথ-রুচি সকলেই জটিল এক সময়ের ফসল। যে সময় বহন করে ‘নীল রাত্রি’র অনিবার্য বিষগন্ধ, ‘গ্রীষ্মবাসর’-এর সংস্কৃতি-বিলাস, সর্বনাশা যৌনমায়া। একদা-আলোচিত উপন্যাসগুলি পাঠকের কাছে হাজির করেছে এক দুর্লভ সাহিত্যস্রষ্টাকে, যিনি বিশ্বাসের জোরে অতিক্রম করেছেন তাঁর সমকাল, প্রান্তিক হয়ে যেতে ভয় পাননি কখনও। জীবন আর সাহিত্যে কোনও তফাত খোঁজেননি বলেই জ্যোতিরিন্দ্র আজ কালজয়ী।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.