একজন সৃজনশীল লেখক যখন লেখাজোখা ও নিজের পাঠঅভিজ্ঞতা নিয়ে লিখতে বসেন, তখন তা সঙ্গত কারণেই হয়ে ওঠে কৌতূহলোদ্দীপক। ওয়াসি আহমেদ এ বইয়ে সে প্রত্যাশা বহু মাত্রায় রঞ্জিত করার মধ্য দিয়ে তাঁর মননবৈভবকে অনেকটা যেন নিজের অজান্তেই উন্মোচন করেছেন। পুরানো বই সংগ্রহের রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে শুরু করে লেখালেখির নানা অঙ্গনে তিনি অনুসন্ধানী চোখ রেখেছেন। রবীন্দ্রনাথের হারিয়ে যাওয়া চরিত্রদের যেমন তিনি খুঁজে ফিরেছেন, তেমনি বিপ্লব দাশের মতো একজন বিস্মৃতপ্রায় অসামান্য লেখককেও তালাশ করেছেন নিদারুণ মর্মবেদনায়। বইচোরদের নিয়ে লিখতে গিয়ে আবিষ্কার করেছেন এক মহান বইচোরকে। ভূতলেখকদের কাণ্ডকীর্তি ও তাঁর নজর এড়ায়নি। এসবের সঙ্গে রয়েছে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের ব্যক্তিগত ও সাহিত্যজীবনের নানা খুঁটিনাটি মৃত্যুআকাঙ্ক্ষা, বঞ্চনা ও প্রাপ্তির চালচিত্র। মৌলিক লেখালেখিতে ওয়াসি আহমেদের অনন্যতার সঙ্গে গ্রন্থভুক্ত রচনাগুলো যোগ করেছে এক ভিন্ন আলোকচ্ছটা।
[Source: Kotha Prokash]
Reviews
There are no reviews yet.