বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় একজন আদ্যন্ত কবি। কবিতার সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। কবিতাকে ভালবাসেন বলেই তাঁর জীবনে স্বপ্নের জানলাগুলি সবসময় খোলা। ‘স্বেচ্ছাবন্দি আশার কুহকে’ কাব্যগ্রন্থে প্রাজ্ঞ কবির অপূর্ব অনুভব— ‘সব ক্ষতির মধ্যেও সুন্দর জেগে থাকতে পারে’। সত্য ও সুন্দরের অন্বেষণ এই বইয়ের সর্বত্র। অনেক ক্ষেত্রে প্রত্যাশা না মিটলেও কবি আশাবাদী। ভালবাসার মানুষের সমার্থ কোনও শব্দ একজীবন ধরে তিনি খুঁজে চলেছেন। বসন্তে মথিত দুঃখ নিয়ে জেগে আছেন তিনি। বৃক্ষকে অগ্রজের সম্মান নিবেদনের কথা ভাবতে পারেন যে-কবি, তিনি তো লিখবেনই, ‘ভালোবাসবার জন্যে কোনও ছাড়পত্র লাগে না/তুমি না হয় আর একবার ভালোবেসো…’। চিরসবুজ ভালবাসার স্পর্শে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নতুন এই কবিতাগুচ্ছ আশ্চর্য সজল।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.