রবীন্দ্রনাথের নানা আশা-আকাঙ্ক্ষার ফসল, তাঁর প্রাণের চেয়েও প্রিয় প্রতিষ্ঠান ‘পাঠভবন’। ১৯০১ সালে রবীন্দ্রনাথ চলে আসেন শান্তিনিকেতনে। তাঁর মনে একটি বিদ্যালয়-ভাবনা। প্রাচীন ভারতের তপোবনের ছাঁচে গড়া হবে সেই বিদ্যালয়, যেখানে থাকবে অতি আধুনিক শিক্ষার ব্যবস্থা। পাঁচজন ছাত্র নিয়ে ১৯০১ সালের ২২ ডিসেম্বর স্থাপিত হয় ব্রহ্মবিদ্যালয়। এই বিদ্যালয়েরই নাম পরবর্তীকালে পাঠভবন। সুপ্রিয় ঠাকুর পাঠভবনের ছাত্র ছিলেন সাত বছর। রবীন্দ্রাদর্শে দীক্ষিত মানুষটি ১৯৭৩ সালের জানুয়ারি মাসে এই পাঠভবনেই অধ্যক্ষ হিসেবে যোগ দেন। প্রায় বাইশ বছর অধ্যক্ষের পদে নিযুক্ত ছিলেন তিনি। সুপ্রিয় ঠাকুরের ‘শান্তিনিকেতন পাঠভবনের সহজপাঠ’ গ্রন্থে রবীন্দ্র-স্বপ্নপ্রতিষ্ঠানের অপরূপ কথা। লেখকের স্মৃতিচারণায় পাঠভবনের সৌন্দর্য, অভিনবত্ব, প্রকৃতি-ঘনিষ্ঠ লাবণ্যের কথা যেমন আলোচিত, তেমনই উঠে এসেছে কত না গুণী মানুষের প্রসঙ্গ। কোথাও অনুভূতির শিখর ছুঁয়ে যায় জ্যোৎস্নারাতে ছাত্রীদের সমবেত গান বা বৃষ্টিমুখর কোপাই। কোথাও অমোঘ হয়ে থাকে দৈব স্বপ্নভঙ্গের বেদনা।
[Source: Ananda Publishers]






Reviews
There are no reviews yet.