এমন অনেক কারিকুরি আছে যা কারিকুরি বলে মনে হয় না; আর তাতেই তাঁর মুন্সিয়ানা। গতি সহজ-সাবলীল। কিন্তু তলে তলে চোরা স্রোত, এমনকি বহুমুখী টান।… যদিও ওপর-ওপর খুবই সাদামাটা, তেমন বুদ্ধির কসরত নিজেকে জাহির করে না এবং সমস্যাও আমাদের দৈনন্দিন গ্রামীণ বাস্তবতায় অলীক মনে হয় না। তাই বলে কোথাও স্থূল নয়, গ্রাম্য নয়। রাজহাঁস যেন।
-সনৎকুমার সাহা
প্রশান্ত মৃধা তাঁর অপূর্ব গদ্যভাষা আর ভিন্নমাত্রিক নির্মাণকৌশল দিয়ে অনেক আগেই স্বাতন্ত্র্য চিহ্নিত করতে পেরেছেন। অভিনব ডিটেইলিং থাকে তাঁর বর্ণনায় আর এর জন্য তিনি ব্যবহার করেন সূক্ষ্মাতিসূক্ষ্ম দৃষ্টি।… মাইক্রোস্কোপ নামক যন্ত্রের নিচে যেমন বস্তুর অতি সূক্ষ্ম অন্তর্গঠন চোখে পড়ে, খালি চোখে যা কল্পনাতীত, প্রশান্তও তেমনই দেখে নিতে চান সবকিছু, সবকিছুই, কিছুই বাদ না দিয়ে। তাঁর বর্ণনার এই ভঙ্গিই বলে দেয়- জীবনের একটি মুহূর্তও ফেলনা নয়, অবহেলা করার মতো নয়; প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তোলেন তিনি। ফলে তাঁর ডিটেইলিংয়ের কাজ বেড়ে যায়, গল্প দীর্ঘায়িত হয়, একটি গল্পের ভেতরে জন্ম নেয় এক বা একাধিক গল্প। তবে মূল গল্পটি হারিয়ে যায় না কখনোই। আর এসবকিছু মিলিয়ে তিনি পাঠকদের এক অনাস্বাদিত গল্প পাঠের অভিজ্ঞতা উপহার দেন।
-আহমাদ মোস্তফা কামাল
[Source: Kotha Prokash]





Reviews
There are no reviews yet.