সন্তু-কাকাবাবুর এই দুর্ধর্ষ অভিযানের পটভূমি আন্দামান। এখানে একটা দ্বীপের জঙ্গলের মধ্যে জারোয়া নামের অতি হিংস্র আদিবাসীরা থাকে। বাইরের লোক দেখলেই জারোয়ারা ছুঁড়ে মারে বিষাক্ত তীর। এর আগে পৃথিবীর নানান দেশ থেকে বৈজ্ঞানিকরা আন্দামানে এসে অদৃশ্য হয়ে গেছেন। জারোয়াদের সেই দ্বীপেই পৌঁছে গেলেন সন্তু আর কাকাবাবু। হাজির হলেন অদ্ভুত একটা জায়গায়। সেখানে গোলমতন একটা বস্তু থেকে নানারকম আগুন বেরুচ্ছে, সেই আগুন ঘিরে বসে আছে শত শত জারোয়া। আর তাদের মাঝখানে সাদা চুল-দাড়িওয়ালা এক থুত্থুরে বুড়ো। সেই বুড়োর নির্দেশে গনগনে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে এক-একজন সাদা-চামড়া সাহেবকে। কী পরিচয় এই সাহেবদের? কেন তাঁদের এভাবে পুড়িয়ে মারা হচ্ছে? এরাই কি সেই নিখোঁজ বৈজ্ঞানিকদের কেউ-কেউ? বন্দী হলেন কী করে? সন্তু আর কাকাবাবু এখন কী করবেন? তাঁরা কি পারবেন হিংস্র জারোয়াদের চোখ এড়িয়ে ফিরে আসতে? এমন শ্বাসরুদ্ধকর বিস্তর প্রশ্ন ও উত্তেজনাকর পরিস্থিতি এই টানটান কিশোরোপন্যাসে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.