সময় ষোড়শ শতক। সম্রাট আকবরের নেতৃত্বে ভারতবর্ষে বিস্তারলাভ করছে মুঘল সাম্রাজ্য। এদিকে বাংলায় তখন ক্ষমতা দখল নিয়ে মোগল আর পাঠানদের তুমুল রেষারেষি। সময়ের সেই সন্ধিক্ষণে মহারাজ রুদ্রনারায়ণের অকাল প্রয়াণে ভুরশুট রাজ্যের সিংহাসনে বসলেন রানি ভবশঙ্করী। কিন্তু রানিকে ঘিরে তখন চলছে কুটিল ষড়যন্ত্র আর বর্হিশত্রুর আক্রমণের গোপন প্রস্তুতি। রানি কি পারবেন ষড়যন্ত্রীদের কুচক্র ভেদ করে নিজের রাজ্য ও পরিবারকে রক্ষা করতে? প্রাচীন বাংলার নিম্ন-দামোদর ভূমির এক অল্পশ্রুত রাজকাহিনিকে ভিত্তি করে এই ঐতিহাসিক আখ্যান।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.