আমাদের জীবন সমগ্ৰশীর্ষে ছুঁয়ে আছেন রবীন্দ্রনাথ। কবিতা ও গানের সম্ভার বাদ দিলেও, তাঁর গদ্যরচনার অজস্র বিদ্যুচ্চমকের মতো পঙ্ক্তি আমাদের নিত্যদিনের উচ্চারণের সঙ্গে আজ সম্পৃক্ত। মেঘের মতো, সবুজ পাতার মতো তাঁর সৃষ্ট বহু সুভাষিত চিরদিনের। আমাদের জীবনে তাদের ভূমিকা অপরিসীম। হয়তো এদের বাদ দিয়ে আমরা অসম্পূর্ণ। আমাদের প্রাণের মুক্তি ও মনের সৌকর্য যেন রবীন্দ্রবাণীতেই বিধৃত হয়ে আছে। ইতিপূর্বে প্রকাশিত হয়েছে রবীন্দ্রকাব্য থেকে চয়ন করা উদ্ধৃতি সংকলন। এবার সংকলিত হল তাঁর গদ্যউদ্ধৃতি। তাঁর কবিতা বা গান নয়, গদ্য থেকে চয়িত স্মরণযোগ্য পঙ্ক্তির সমাবেশ এই গ্রন্থের মুখ্য বৈশিষ্ট্য। যদিও রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতির যে-কোনও সংগ্রহই, আশাহীনভাবে অসম্পূর্ণ হতে বাধ্য। কেননা এত অজস্র বিষয় নিয়ে তিনি ভেবেছেন ও প্রকাশ করেছেন যে, কোনও একটি গ্রন্থে তা সম্পূর্ণ সংকলন করা দুঃসাধ্য। এ কথা অসম্ভব জেনেও রবীন্দ্রনাথের গদ্যউদ্ধৃতি সংগৃহীত হয়েছে এই গ্রন্থে। সব স্মরণীয় বচনই এখানে পাওয়া যাবে তা নয়, কিন্তু যা আছে তা হয়তো এমনতর কাঙ্ক্ষিত সংকলনের অভাব মেটাবে। উদ্ধৃতিগুলি বিষয়বৈচিত্র্যে ভরপুর। এগুলিকে আটটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। এক-একটি ভাগ কয়েকটি উপভাগে বিভক্ত, প্রত্যেক ভাগে সেগুলির আলাদা আলাদা নাম। নামগুলিকে বিষয়ানুগ করবার চেষ্টা করা হয়েছে, যাতে নাম থেকেই উদ্ধৃতিটির বক্তব্যের একটি আন্দাজ পাওয়া যাবে। অজস্র স্মরণযোগ্য সুভাষিত থাকলেও, কবির লেখা উপন্যাস, নাটক ও ছোটগল্প এই সংকলনে ব্যবহৃত হয়নি। উদ্ধৃতিগুলি মূলত নেওয়া হয়েছে তাঁর প্রবন্ধ, ভ্রমণকাহিনী, চিঠিপত্র, কোনও কোনও বক্তৃতা ইত্যাদি থেকে। এই উদ্ধৃতিসংগ্রহে সব প্রত্যাশা মিটবে না। তবু পাঠক অবশ্যই আবিষ্কার করবেন কোনও অভাবনীয় পঙ্ক্তি, এমন কোনও রবীন্দ্র-ভাবনা যা অদ্যাবধি তাঁর চোখে পড়েনি। এইসব ছোট ছোট প্রত্যাশা পূরণে সক্ষম এই অমূল্য সংগ্রহ।
[Source: Ananda Publishers]






Reviews
There are no reviews yet.