সেই কোন আদিকাব্যউন্মেষের যুগ থেকে সমগ্র ভারতবর্ষে ভক্তিকাব্যের একটি ধারা বহমান। বাংলা সাহিত্যেও ভক্তিরসের কবি ও গীতরচয়িতাগণ অনেক চিরস্মরণীয় সৃষ্টি রেখে গেছেন। কবি জয় গোস্বামী তাঁর কবিতাকে নিয়ে বহু বৈচিত্রময় পথে পরিভ্রমণ করেছেন বিগত চার দশকের অধিক সময় ধরে। সেইসব পথের কোথাও কোথাও ভক্তিরসের সংকেত-উদ্ভাস দেখা গেছে। কিন্তু ৪৫ টি কবিতার বই লেখার পরেও— মাত্র-ই গত বছর মে মাসে— জয় এই লিখিত স্বীকারোক্তি ছাপিয়েছেন যে: ‘১৩ বছর বয়স থেকে কবিতা লেখার জন্য পরিশ্রম করে চললেও এই ৬৮ বছর বয়সে দাঁড়িয়ে মেনে নিচ্ছি— কবিতা কী করে লিখতে হয় তা আমি এখনও শিখিনি।’ এই স্বীকারোক্তির পরেই তাঁর কবিতাপথ বাঁক নিয়েছে ভক্তিকাব্যের দিকে। শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দকে নিবেদিত একগুচ্ছ কবিতা ‘দেশ’ পত্রিকায় প্রকাশমাত্র আলোড়ন ওঠে পাঠকমহলে। প্রকাশিত সেইসব কবিতার সঙ্গে আরও একগুচ্ছ অপ্রকাশিত কবিতা নিয়ে এই অসামান্য কাব্যগ্রন্থ। যা উন্মোচিত করবে অন্য এক জয়-কে।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.