পঁয়ত্রিশ বছর আগে, ১৯৭৭-এর জানুয়ারিতে, বেরিয়েছিল জয় গোস্বামীর প্রথম ক্ষুদ্রকায় কাব্যপুস্তিকা। সেখানে ছিল মাত্র আটটি কবিতা, যার একটিও কোনও পত্রপত্রিকায় তার আগে প্রকাশিত হয়নি। পরবর্তীকালে ‘বিষাদ’, ‘সূর্য পোড়া ছাই’ এবং ‘মৌতাত মহেশ্বর’ নামে জয় গোস্বামীর আরও অন্তত তিনটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ বেরোয়, যেসব বইয়ের সমস্ত কবিতাই ছিল পত্র-পত্রিকায় অপ্রকাশিত। একেবারে কাব্যগ্রন্থ হিসেবেই ঘটেছিল তাদের প্রথম আত্মপ্রকাশ। বর্তমান কবিতাবইয়ের শতাধিক কবিতাও এই দুই মলাটের মাঝখানেই প্রথম বেরোচ্ছে। ইতিপূর্বে এই গ্রন্থের একটি লেখাও কোথাও ছাপা হয়নি।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.