রাফিন প্রচণ্ড রাগ নিয়ে বলল, ‘আমরা তো এ রাস্তায় যাওয়ার জন্য গাড়িতে উঠিনি।’
‘এই গাড়িটা কার?’ খিকখিক হেসে উঠল মাইক্রোবাসের ড্রাইভার।
‘আপনার।’ রাফিন উত্তর দিল।
‘আমার গাড়ি তো আমার মতোই যাইব, নাকি?’
‘কিন্তু আমরা ওদিকে যাব কেন?’
‘কারণ আছে।’
‘কীসের কারণ?’
‘আপাতত কওয়া নিষেধ আছে।’ খিকখিক করে এখনো হাসছে ড্রাইভার।
‘কার নিষেধ আছে?’
‘সেইটা কওয়াও নিষেধ আছে।’
ডিটেকটিভ ফাইভের পাঁচ গোয়েন্দা টের পেল- ফাঁদে পড়েছে তারা। সম্ভবত অপহরণ করা হয়েছে তাদের!
[Source: Kotha Prokash]
Reviews
There are no reviews yet.