জয় গোস্বামীর কবিতা প্রথম ছাপা হয় বিয়াল্লিশ বছর আগে। তারপর চার দশক ধরে তিনি কবিতা লিখে চলেছেন। কখনও কখনও এমনও দেখা গেছে, এক বছরের পরিসরে তিনটি কবিতার বইও বেরিয়েছে তাঁর। আবার কখনও বা তিন বছর কেটে গেছে কিন্তু একটি বইও প্রকাশ পায়নি। মাঝে মাঝে বিরতি স্বীকার করেছেন এই কবি। তা সত্ত্বেও তাঁর কবিতার বইয়ের সংখ্যা – সংকলনগুলি বাদ দিলে — পঁয়ত্রিশটির মতো। প্রথম ক্ষীণাঙ্গ কাব্য-পুস্তিকা থেকে শুরু করে একেবারে সাম্প্রতিককাল পর্যন্ত জয় গোস্বামীর সমস্ত কবিতা খণ্ডে খণ্ডে ধরে রাখা হচ্ছে আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত তাঁর কবিতাসংগ্রহ গ্রন্থমালায়। এইবার বেরোল পঞ্চম খণ্ড। এই পাঁচটি খণ্ড ধারাবাহিকভাবে পাঠ করলে জয় গোস্বামীর কবিতার পথ কতভাবে বাঁক নিয়েছে এবং তাঁর কবিতার বিকিরণ কত শক্তিশালী, বৈচিত্র্যময় ও দূরপ্রসারী সে কথা অনুভব করা যাবে।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.