“ক্ষুদে গোয়েন্দা গোগোলের এক আশ্চর্য অভিজ্ঞতার কাহিনী গোগোল চিক্কুস নাগাল্যাণ্ডে। তোমরা নিশ্চয়ই ভাবছ, গোগোলকে তো চিনি, নাগাল্যাণ্ডের নামও অজানা নয়, কিন্তু চিক্কুস আবার কী?
আরে বাবা, চিক্কুসই তো আসল। তাকে নিয়েই তো নাগাল্যাণ্ডে বুক তোলপাড়-করা অভিজ্ঞতা হল গোগোলের। ব্যাপারটা তা হলে খুলেই বলি।
সেই যেবার হলংয়ে গিয়ে এক পাগলা হাতির সঙ্গে বন্ধুত্ব হল গোগোলের, সেবারই ভুটানের ফুনসিলিংয়ে গিয়ে একটা আশ্চর্য সুন্দর ছোট্ট কুকুরছানা উপহার পেল গোগোল। সেই কুকুরছানাই হল চিক্কুস। আর এর ঠিক পরেই নাগাল্যাণ্ডে যাবার নিমন্ত্রণ এল গোগোলদের। সুন্দর ছবির মতো নাগাল্যাণ্ড। কত কিছু দেখার, কত কিছু জানার। কিন্তু হলে কী হবে, নাগাল্যাণ্ডে যে কুকুরের মাংস সকলের এত প্রিয়, তা কি গোগোল জানত? যখন জানল, তখন থেকেই তার ভয়। যদি হারাতে হয় চিক্কুসকে! চিক্কুস কিন্তু সত্যি উধাও হল একদিন। আর তারপর কী ঘটল, তা জানতে গেলে এক্ষুনি পড়ে ফেলতে হবে এই উপন্যাস।”
[Source: Ananda Publishers]






Reviews
There are no reviews yet.