কথায় বলে, হাসতে হাসতে খুন। আশাপূর্ণা দেবীর এই নতুন কিশোর-উপন্যাসে হাসতে হাসতে খুনের কিনারা। রহস্য-উপন্যাসের যাবতীয় উপকরণ এই লেখাতে রয়েছে, খুন, পুলিশি জেরা, উৎকণ্ঠা, উত্তেজনা, রোমাঞ্চ, কৌতূহল, উদ্বেগ, অনুসরণ— সবকিছু। আর একটি বাড়তি উপাদান রয়েছে, সচরাচর রহস্য-উপন্যাসে যা দুর্লভ, তা হল শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ মজাদার সব পরিস্থিতির রসালো বর্ণনা। দুই বন্ধু। গজপতি উকিল আর গুপি মোক্তার। পাশাপাশি ফ্ল্যাটে থাকেন দু’জনে। দাবা খেলে সময় কাটে। দুম করে পাশের ফ্ল্যাটে ঘটল এক ভয়াবহ খুন। কে খুন হয়েছে? না, গজপতি। কীভাবে খুন হয়েছে? না, গলায় গামছা পেঁচিয়ে। অবাক কাণ্ড, নিজের গামছাখানা সেই মুহূর্তে খুঁজে পেলেন না গুপি মোক্তার। গামছার কথা ভেবে দিশেহারা হয়ে পড়লেন গুপি মোক্তার। তবে কি ওই গামছাখানা পেঁচিয়েই খুন করা হয়েছে গজ-উকিলকে? সাত-পাঁচ ভেবে নিজের ফ্ল্যাট থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন গুপি মোক্তার। এদিকে দুই মূর্তিমান তাঁকে ঠিকই অনুসরণ করে চলেছে। গুপি মোক্তারের অন্তর্ধান এবং দুই মূর্তিমানের পিছু ধাওয়া— সব মিলিয়ে এক দারুণ সরস পরিণতিতে শেষ হয়েছে ‘গজ উকিলের হত্যা-রহস্য’।
[Source: Ananda Publishers]






Reviews
There are no reviews yet.