এবার হামলা নীলাংশুকের ইতিহাসের খাতায়। মোগল সাম্রাজ্যের পতনের কারণ হাওয়া। একটা পাতা একেবারে নিখুঁতভাবে ছিঁড়ে নিয়েছে। কে নিল? রহস্যের কথা হল, নীলাংশুকের খাতা ছিল ব্যাগের ভিতর। ব্যাগ খুলে খাতা বের করে তবে পাতা ছিঁড়তে হয়েছে। এত সাহস কার? এ যে ভংয়কর কাণ্ড। এবার খোদ হেডমাস্টারমশাই ক্লাসে এসে উপস্থিত হলেন। না মারলেও আমাদের হেডমাস্টারমশাই হাতে সবসময় একটা বেত রাখেন। সেই বেত নাচিয়ে তিনি হুংকার দিয়ে গেলেন, ‘দোষী ধরা পড়বেই। তখন বুঝবে ঠেলা। যাদের খাতার পাতা ছেঁড়া হয়েছে তাদের বাদ দিয়ে, সবাইকে সাবধান করে দিচ্ছি। এই কাজ বন্ধ কর।’
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.