পরাধীন ভারতে জাতীয়তাবাদী আন্দোলনে বাংলার যে সব নেতা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নামটি আসে প্রথমেই। সুভাষচন্দ্র বসু ও শরৎচন্দ্র বসুর মতো গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন তাঁর প্রত্যক্ষ শিষ্য। উনিশশো কুড়ির দশকে বাঙালি সমাজে চিত্তরঞ্জনের জনপ্রিয়তা ছিল মহাত্মা গান্ধীর মতোই, অনেক ক্ষেত্রে আরও বেশি। বিশেষত বাঙালি মুসলমানের যে প্রীতি, শ্রদ্ধা ও আস্থা লাভ করেছিলেন এই ধর্মপ্রাণ হিন্দু নেতা, তা ছিল আক্ষরিক অর্থে অ-তুলনীয়। দেশবন্ধু বলতেন, বাংলার সমাজসত্তা তৈরি হয়েছে হিন্দু ও মুসলমানের মিলিত রাজনীতি নিয়ে। বলতেন, আঞ্চলিক জাতীয়তাকে মর্যাদা দিয়ে এক যুক্তরাষ্ট্রীয় ভারতবর্ষ তৈরি করা উচিত। বলতেন, সমাজের একেবারে নীচের দিক থেকে গণতান্ত্রিক ‘স্বরাজ’ নির্মাণ করা জরুরি। আশ্চর্য যে, এমন এক নেতাকে প্রায় ভুলে যেতে বসেছি আমরা। সে কি এই জন্য যে দেশবন্ধু যে দেশের কথা বলতেন, আমাদের বর্তমান সময় তা অর্জন করার মতো সবল হল না— এমনকি তার স্বপ্ন দেখার যোগ্যও হতে পারল না? এ সব প্রশ্নের টানেই এই বই। দেশবন্ধু চিত্তরঞ্জনকে ফিরে দেখা— প্রথম পর্বে, তাঁর সমসময়ে কিছু মানুষের চোখে, আর দ্বিতীয় পর্বে, আজকের দিনের কিছু ইতিহাসসন্ধানীর চোখে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.