জীবন চলছিল স্বাভাবিক ছন্দেই। হঠাৎই এক সময়ে খেয়াল করলেন আপনার কোনও প্রিয়জন অনেক কিছু ভুলে যাচ্ছেন। শুধু ঘটনা, ব্যক্তি বা সম্পর্ক ভুলছেন তা নয়, তিনি ভুলছেন কার্যকারণ সম্পর্ক, যুক্তি, বিচারবোধ, সামাজিকতা, সবই। আর যে ভাবে ভুলছেন, তাকে আর যাই হোক, স্রেফ ‘বয়সজনিত সমস্যা’ বলে লঘু করে দেখানো চলে না। কী করবেন সে ক্ষেত্রে? কার কাছে যাবেন? কে দেবে আপনাকে সঠিক পথের দিশা? বহু ক্ষেত্রেই তেমন কাউকে পাওয়া যায় না। মানুষের গড় আয়ু যত বাড়ছে, সমাজে যত বাড়ছে প্রবীণদের সংখ্যা, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশের সমস্যাও ততই বাড়ছে। প্রতি তিন সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও একজন করে মানুষ স্মৃতি হারাচ্ছেন। জীবনের অনেকটা অংশ স্রেফ মুছে যাচ্ছে তাঁদের জীবন থেকে। অথচ এখনও এ নিয়ে সচেতনতা তলানিতে। স্মৃতিভ্রষ্ট মানুষের পরিচর্যার পরিকাঠামোও নামমাত্র। ডিমেনশিয়া রোগটা ঠিক কী, এর উপসর্গ কী কী, এর কি কোনও চিকিৎসা রয়েছে, ডিমেনশিয়া রোগীর পরিচর্যা কী ভাবে করা উচিত, পরিবারের বাইরে কোন কোন সংস্থা ডিমেনশিয়া রোগীর দেখভালের দায়িত্ব নেয়, ডিমেনশিয়া রোগীর কেয়ারগিভারদের কর্তব্য কী, সব সামলে তাঁরা কী ভাবে ঠিক রাখবেন নিজের শরীর-মন, সেই সংক্রান্ত নানা খুঁটিনাটি তথ্যের হদিশ মিলবে এই বইয়ে। এই বই শুধু অসংখ্য শব্দের সমষ্টি নয়, এই বই একটা ভরসার হাত, অন্ধকারে যাকে আঁকড়ে ধরলে কিছুটা স্বস্তি মিলতে পারে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.