সম্পূর্ণ স্বতন্ত্র ও অভিনবভাবে ব্যতিক্রমী নবনীতা দেবসেনের ঔপন্যাসিক সত্তা। সূক্ষ্ম সংবেদন ও মনন তাঁর কথাকাহিনিকে ঘিরে থাকে। এক পরিশীলিত সাহসিকতা নবনীতার উপন্যাসকে নিয়ে গেছে বাংলা সাহিত্যের পরিচিত আঙ্গিকের বাইরে।নবনীতার প্রথম উপন্যাস আমি অনুপম প্রকাশিত হয়েছিল ১৯৭৬-এ। সত্তরের নকশাল আন্দোলনের পটভূমি বাংলা সাহিত্যে অপরিচিত নয় কিন্তু এখানে নবনীতা কোনও স্থূল হাহাকারের কথা শোনাননি। উপন্যাসের নায়ক অনুপম একদল বিশ্বাসঘাতক বুদ্ধিজীবীর প্রতিনিধিত্ব করছে। কিন্তু সেখানেই শেষ নয়। নবনীতার প্রত্যেক উপন্যাসেই প্রচ্ছন্ন থাকে একটি ‘ইতিবাচক উত্তরণ’। এই উপন্যাসের শেষে নায়কের অনুতাপও একধরনের উত্তরণ।প্রথম উপন্যাসেই নবনীতা কথাসাহিত্যে তাঁর আসন প্রতিষ্ঠিত করেছিলেন। যদিও তাঁর উপন্যাস নিয়ে যে-বিস্তৃত আলোচনা হতে পারত, ততটা হয়নি। তা সত্ত্বেও, তিনি তাঁর প্রতিটি উপন্যাসেই বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন। তাঁর উপন্যাসের বিষয়-বৈচিত্র্য আমাদের চমকিত করে। যেমন অনাবাসী ভারতীয়দের নিয়ে নবনীতা লিখেছেন বেশ কয়েকটি উপন্যাস। শুধু ভারতীয় নয়, বাংলাদেশি অনাবাসীরাও এসেছেন তাঁর উপন্যাসের বিষয়রূপে।নবনীতার সাহিত্যে এক বৃহৎ ভূমিকা নিয়েছে পরিবার, যৌথ পরিবার। পারিবারিক সম্পর্কের নানা বিচিত্র ছবি ও উত্থান-পতনের কাহিনি তাঁর কয়েকটি উপন্যাসের মূল বিষয়। বিষয়বস্তু হিসেবে এইডস-কে কাহিনিকেন্দ্রে নিয়ে এসে নতুন দৃষ্টির উন্মেষণ ঘটিয়েছেন। সম্ভবত তাঁর আগে কেউ বৃদ্ধাশ্রমকে উপন্যাসের আদ্যন্ত পটভূমি রূপে চিত্রিত করেননি।উনিশশো ছিয়াত্তরে আমি অনুপম, আর উনিশশো ছিয়ানব্বইয়ে বামা-বোধিনী। এই উপন্যাসে নিজেরই সব উপন্যাসকে ছাপিয়ে গেছেন নবনীতা। উপন্যাসটির আত্মায় মিশে আছে সীতার মিথ, ষোড়শ শতকে ময়মনসিংহের মহিলা কবি চন্দ্রাবতীর জীবন এবং একবিংশ শতাব্দীর আধুনিক মেয়েরা। সীতা, চন্দ্রাবতী, অংশুমালা, কমলাম্মা, মালিনী— বিভিন্ন সময়ের নারীদের জীবনকে তিনি এই উপন্যাসে একত্রিত করেছেন অদৃশ্য বন্ধনে। গদ্য পদ্য গান গবেষণা ইত্যাদি মিলিয়ে তৈরি হয়েছে বামা-বোধিনীর অবয়ব।বিষয়-বৈচিত্র্যের পাশাপাশি তাঁর উপন্যাসে সৃষ্ট চরিত্রগুলির মধ্যে থাকে আত্মানুসন্ধানের তাগিদ। সব মিলিয়ে নবনীতা তাঁর উপন্যাসে অত্যন্ত স্বল্প পরিসরে বৃহৎ কথা শুনিয়েছেন, যাত্রা করেছেন সময় থেকে সময়ান্তরে, মানুষের মনের ভেতরে। এই সংকলনে আছে তাঁর লেখা এই দশটি উপন্যাস: আমি অনুপম, স্বভূমি, শীত সাহসিক হেমন্তলোক, একটা দুপুর, বামা-বোধিনী, দেশান্তর, ঠিকানা, মায়া রয়ে গেল, শনি-রবি ও পাড়ি।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.