ভৌগোলিক অনন্যতায় ও প্রাকৃতিক বৈচিত্র্যময়তায় যে-ভূখণ্ড ফেলুদার অন্যতম প্রিয়, যে-শৈলশহরে তাঁর গোয়েন্দাগিরির হাতেখড়ি, সেই দার্জিলিঙের পটভূমিকাতেই এক অসামান্য জমজমাট কাহিনী উপহার দিয়েছেন ফেলুদার স্রষ্টা।
‘বোম্বাইয়ের বোম্বেটে’ থেকে সেবার হিন্দি ছবি করছিলেন যে-তরুণ চিত্রপরিচালক, তাঁরই নতুন ছবির শুটিং দার্জিলিঙে। এ-কাহিনীও জটায়ুর। জটায়ুর সঙ্গে ফেলুদা-তোপ্সেকেও সাদর আমন্ত্রণ জানিয়েছেন পরিচালক। সেই সূত্রেই ফেলুদার দার্জিলিঙে পদার্পণ। আর কী অদ্ভুত ভাগ্যের ফের, সেবারের মতো এবারও ফেলুদাকে নামতে হল গোয়েন্দার ভূমিকায়।
যাঁর বাড়িতে শুটিং, খুন হলেন সেই বৃদ্ধ গৃহকর্তা। অতীব কৌতূহলকর চরিত্রের বৃদ্ধ। দিনে ঘুমোন, রাত্রে জেগে থাকেন। খবরের কাগজ থেকে যাবতীয় গরম খবরের কাটিং জমান খাতায়। কে খুন করল তাঁকে? কেনই-বা এই খুন?
বৃদ্ধের অতীত জীবনের অধ্যায় ঘেঁটে কীভাবে ফেলুদা উদ্ধার করলেন নানান চমকপ্রদ সূত্র আর কীভাবে তার সাহায্যে ছাড়ালেন সমুদয় রহস্যের জট, তাই নিয়েই এই দুর্ধর্য উপন্যাস। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায়।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.