চেতনশীলতা বা সচেতন অভিজ্ঞতার চেয়ে প্রত্যক্ষভাবে বেশি পরিচয় আছে এমন কিছুই আমাদের নেই অথচ সে-সম্বন্ধেই আমাদের অজ্ঞানতা সর্বাধিক। জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশ্বজগত্ সম্পর্কে বিস্তর জানা গেছে কিন্তু সে জানা-বোঝা বা জ্ঞানের সঙ্গে চেতনার সেতুবন্ধন করা যাচ্ছে না, থেকে যাচ্ছে যোজন ফারাক। সায়েন্স-টেকনোলজির চোখ ধাঁধানো সাফল্যে যখন জীবনে বিস্ময় বলে কিছু অবশিষ্ট নেই, চাঁদ কিংবা মঙ্গল গ্রহে যখন মনুষ্য উপনিবেশ স্থাপন করার কথা ভাবা হচ্ছে, সেই যুগে আবিষ্কৃত হল চেতনা নামক এক পরম বিস্ময় নিজেরই মধ্যে।চেতনা কী? তার সংজ্ঞাই বা কী? কোথায় তার বাস? কী তার কাজ? কেনই বা তার অস্তিত্ব? মস্তিষ্কের স্নায়ু থেকে কি চেতনার উদ্ভব? কম্পিউটার কি সচেতন? দেহমধ্যে হৃত্পিণ্ড প্রতিস্থাপন হলেও আমি ‘আমি’ই থাকি, মাথা বা মস্তিষ্ক প্রতিস্থাপন হলেও আমি কি এই ‘আমি’ থাকব? চেতনাকে কেন্দ্র করে এইরকম অজস্র প্রশ্ন জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় সারস্বত জগতে।‘চেতনা: বিজ্ঞান, ধর্ম ও দর্শনের আলোকে’ স্নায়ুবিজ্ঞান, মনোবিদ্যা, পদার্থবিদ্যা, নৃতত্ত্ব, ধর্মদর্শন প্রমুখ বিষয়ের পরিপ্রেক্ষিতে চেতনার তাত্ত্বিক আলোচনা শুধু নয়, ব্যষ্টি-সমষ্টির জীবনে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর অনুসন্ধানে এক বিনম্র প্রচেষ্টার স্মারক।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.