ছায়াছবির জগতে সত্যজিৎ রায়ের প্রবেশ বামনের দেশে গালিভারের মতন। এদেশের অধিকাংশ ছবিই তখন ছিল সাধারণ শিল্পমানের বহু নীচে, কয়েকটিতে সামান্য মাথা উঁচু করার চেষ্টা। এই দুর্বল শিল্পটিকে তাঁর সমান মাপে টেনে তুলতে চেয়েছেন সত্যজিৎ রায়। তাঁর কীর্তির জন্য তিনি যেমন পেয়েছেন উচ্ছ্বসিত প্রশংসা, তেমনই কখনও বোধহীন স্তুতি, অহেতুক নিন্দা, ঈর্ষাপ্রসূত দংশন।
চলচ্চিত্র প্রসঙ্গে বহুবারই কলম ধরতে হয়েছে তাঁকে। কখনও দর্শককে শিক্ষিত করে তুলবার জন্য, কখনও ভুল সমালোচনার জবাব দেবার জন্য, কখনও বা অনুরোধে— নিজের নানান অভিজ্ঞতার কথা শোনাবার জন্য।
সেইসব রচনারই নির্বাচিত সংকলন, ‘বিষয় চলচ্চিত্র’। স্বচ্ছ চিন্তায়, সাবলীল বর্ণনায়, সরস অভিজ্ঞতায় অনন্য এই গ্রন্থ যে-কোনও চলচ্চিত্র-প্রেমিকের সংগ্রহযোগ্য।
Reviews
There are no reviews yet.