বঙ্গরঙ্গমঞ্চের নাট্যভাবনা প্রথম থেকেই পাশ্চাত্যের বাস্তববাদী নাট্যরীতি অনুসারী। তাই গানের ব্যবহার কম হওয়ার কথা। কিন্তু বাঙালির সংগীতপিপাসু মন সেটা মেনে নিতে পারেনি। প্রাচীন যাত্রা, টপ্পা, পাঁচালি, কীর্তন, তর্জা প্রভৃতি লোকজ রীতির প্রভাব এড়াতে পারল না বাংলার মঞ্চ। চৈতন্য-যাত্রার ঐতিহ্য অনুসারী বাঙালির জীবনে নতুন অধ্যায়ের সূচনা হল রুশ সংগীতকার গেরাসিম্ স্তেপানভিচ্ লিয়েবেদেফের হাতে। বাংলা মঞ্চনাটকের প্রথম প্রযোজনাতেই লিয়েবেদেফ্ দর্শকদাবি মেনে নিয়ে ব্যবহার করলেন রায়গুণাকর ভারতচন্দ্র রায়ের গান। দিনটা ছিল ২৭ নভেম্বর ১৭৯৫ (১৪ অগ্রহায়ণ ১২০২)। সেই শুরুর দিন থেকে দুশো বছর ধরে বাংলা মঞ্চনাটকে ব্যবহৃত হয়ে আসছে গান! মঞ্চগান।
[Source: Patra Bharati]






Reviews
There are no reviews yet.