তিনি আজও তারুণ্যের প্রতীক। তাঁর তেজোদ্দীপ্ত চেহারা আজও জাগৃতির প্রেরণা। দারিদ্র্যের সঙ্গে নিরন্তর লড়াই করে চলা তরুণটি টেবিলে রাখত তাঁর ছবি। সেই ছবিটি ছিল তার সাহস, প্রচেষ্টা ও প্রেরণার উৎস। স্বামী বিবেকানন্দ এমনি করেই প্রোথিত হয়ে গিয়েছিলেন যুবক মণি ভৌমিকের মধ্যে। তারপর বহু-বহুকাল কেটে গেছে। ড. ভৌমিক ভুলতে পারেন না তাঁর সেই প্রাণের মানুষকে। তাঁর হৃদয় আজও গেয়ে ওঠে, ‘কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আস…।’ দীর্ঘদিন ব্যাপী চলেছে তাঁর বিবেকানন্দকে নিয়ে গবেষণা। নিভৃতে, নীরবে। তারপর… তারপর তিনি ডুব দিয়েছেন এক নতুন সৃষ্টিতে। বিদেশে বিবেকানন্দ। যদি বিবেকানন্দ স্বয়ং লিখতেন তাঁর ঝড়- ঝঞ্ঝাবিক্ষুব্ধ সেই তিনটি বছরের কথা, কী লিখতেন? এ এক অন্যস্বাদের, অন্যজাতের আত্মকথা, যেখানে তথ্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এক অপরূপ উপন্যাস।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.