এ-উপন্যাসের নাম ‘আমাকে চাই’। এ যেন মোহরের জীবনবোধেরই সারাৎসার, তার দুশ্চর সাধনারবীজমন্ত্র, দুর্দম সংকল্পের উচ্চারণ। কিন্তু এই উচ্চারণ কোথয় পৌঁছে দিল মোহরকে? সেই মোহর —ছোট্টবেলা থেকে যাকে ছেলে সাজিয়ে রাখা হয়েছিল, অভিধান ঘেঁটে বাবা যার নাম ‘মোহর’ রেখেছিলেন এই ভেবে যে, চট করে বোঝা যাবে না মোহর নারী না পুরুষ।অনেকদিন পর্যন্ত ছেলে হয়েই ছিল মোহর। ফুটবল খেলত ভাল, জুডো শিখেছিল কষ্ট করে, ভয়ডরও ছিল না তেমন। তবু একসময় প্রকৃতির নিয়মেই মোহর নিজেকে আবিষ্কার করল অন্য চেহারায়। জীবনে শুধু মেয়েমানুষ হয়ে নয়, সর্বোপরি মানুষ হয়ে বাঁচতে চেয়েছিল মোহর। এ-কাহিনী মোহরের সেই মানুষ পরিচয়ে বেঁচে থাকার চেষ্টার কাহিনী। অন্যরকম, আলাদা স্বাদের কাহিনী।
[Source: Ananda Publishers]






Reviews
There are no reviews yet.