মাথা নিচু করে ফেলল রাফিন। জটিল কিছু ভাবছে সে। যে কোনো কঠিন মুহূর্তে হয় মাথা নিচু করে ফেলে সে, না হয় উপরের পাটির দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ায়।
জুহামের দিকে তাকিয়ে কিছু একটা নোট করার পরামর্শ দিল রাফিন। দ্রুত সেটা নোট করল জুহাম। বাম হাত দিয়ে কপালটা চেপে ধরে রাফিন শান্ত গলায় বলল, ‘সবাই ভেবেছে ব্লু হোয়েল গেমসের ফাঁদে পড়ে আত্মহত্যা করেছে ফারুক। বেশ প্রচারও হয়েছে ব্যাপারটা। কিন্তু এটা সত্য না।’ রাফিন আগের চেয়ে শান্ত গলায় বলল, ‘ওকে মেরে ফেলা হয়েছে।’
তৌশি, সাবাব আর অর্চি চমকে উঠে বলল, ‘কে মেরে ফেলেছে?’
রাফিন কিছু বলল না সঙ্গে সঙ্গে। একটু পর শব্দ করে নিশ্বাস ছেড়ে বলল, ‘একটা আতংক পেয়ে বসেছে আমাকে, অদৃশ্য আতংক। আপাতত কোনো কিছুই বুঝতে পারছি না আমি।’
দুর্ধর্ষ, দুঃসাহসী ডিটেকটিভ ফাইভের পাঁচ গোয়েন্দাকে কোন আতংক পেয়ে বসল?
কী ভয়ানক কথা!
[Source: Kotha Prokash]
Reviews
There are no reviews yet.