হাট বসেছে শুক্রবারে বক্সীগঞ্জে পদ্মাপারে আমাদের সুপ্রাচীন হাট সংস্কৃতি অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে তো বটেই আমাদের চিরায়ত যাপিত সত্তার দিক থেকেও প্রবল সংকটের মুখে। সংকট এই নয় যে হাটগুলি সহসা বিলুপ্তির সম্মুখীন হয়েছে। আসলে হাটগুলি সর্বগ্রাসী বাজারের দায় মেটাতে গিয়ে বৃহৎ বাজারে পরিণত হচ্ছে। আমাদের হাটের এই চরিত্রগত বিনষ্ট বিলুপ্তিরই তো রকমফের, হয়তো তারও অধিক কিছু।সামগ্রিক বাংলার হাটের নিরিখে “নদীয়ার হাট” এই বইয়ে হাজির তার ইতিহাস, অর্থনীতি, সমাজতত্ত্ব নিয়ে।
[Source: Suprokash]
Reviews
There are no reviews yet.