১৯২২-এ প্রথম প্রকাশিত হয় ‘মাসিক বসুমতী’। তার পূর্বে অবশ্য ১৮৯৬ সালের ২৫ আগস্ট উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ‘সাপ্তাহিক বসুমতী’ প্রকাশ করে ‘বসুমতী’র যাত্রা শুরু হয়। তারপর থেকে বাংলার সমাজ সংস্কৃতি রাজনীতিতে এই পত্রিকার অবদান অনস্বীকার্য। এই সংকলনে সংগৃহীত চিত্রতারকাদের সাক্ষাৎকারগুলি ‘মাসিক বসুমতী’ পত্রিকায় ১৩৬০ থেকে ১৩৬৪ বঙ্গাব্দের মধ্যে প্রকাশিত হয়েছিল। ভারতীয় চলচ্চিত্র ও নির্বাক যুগের সন্ধিক্ষণে চল্লিশজন জনপ্রিয় চিত্রতারকার একান্ত আলাপচারিতাগুলি যেমন ইতিহাসসমৃদ্ধ, তেমনই বাংলার বিনোদন যাত্রার এক উল্লেখযোগ্য মাইলফলক…
[Source: Shabdo Prokashon]
Reviews
There are no reviews yet.