রবীন্দ্রনাথ বাঙালির বড়ো কাছের মানুষ। একই সঙ্গে কাছের হয়েও দূরের মানুষও বটে। রবীন্দ্র-চরিত্রের বিভিন্ন বিষয়ে দ্বিচারিতা দেখতে পাওয়া যায়। সেগুলোর মধ্যে একটা ব্রাহ্ম ও ব্রাহ্মণ নিয়ে তাঁর অন্তর্গত বিরোধ। মহর্ষি দেবেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ কেউই সেই বিরোধ থেকে বাইরে বের হতে পারেননি। যে রবীন্দ্রনাথ একদিকে হিন্দুদের পৌত্তলিকতার বিরোধিতা করেছিলেন, সেই রবীন্দ্রনাথই তাঁর জীবনে এমন কিছু কিছু কাজ করেছিলেন, যেগুলো থেকে তাঁকে ব্রাহ্ম বলে মনে না হওয়াই স্বাভাবিক। ব্রাহ্ম রবীন্দ্রনাথ কলকাতার সিটি কলেজে সরস্বতী পূজা নিয়ে যেমন নেতাজি সুভাষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন, ব্রাহ্মণ রবীন্দ্রনাথ তেমনি সরস্বতী বন্দনায় মগ্ন হয়েছিলেন। কলকাতায় থাকলে যে ব্রাহ্ম রবীন্দ্রনাথকে দেখতে পাওয়া যেত, কলকাতা থেকে বহু দূরে অবস্থান করবার সময়ে সেই রবীন্দ্রনাথকে কিন্তু পাওয়া যেত না। রবীন্দ্রনাথের অন্তর্দ্বন্দ্বের এমন কিছু উজ্জ্বল দৃষ্টান্ত ও বিশ্লেষণ নিয়ে এই বই।
[Source: Boibondhu Publications]






Reviews
There are no reviews yet.