Summary Of Himadri
হিমাদ্রি এক বাস্তব চরিত্র। জন্মের বছর পাঁচেক বয়স থেকেই মাতৃহারা বালকটি নিয়তি-তাড়িত। আরেক ভাবে বললে, আজীবন পরিস্থিতির শিকার। ব্যাপারটা অভিনব কিছু নয়। বিখ্যাতদের নিয়ে জীবনী লেখা হয় যেমন দেশে-বিদেশে। আবার, পাঁচজন আপাত-সাধারণের মধ্যে ‘ঢোঁড়াই’-এর মতো যে পঞ্চম, তাকে নিয়েও তো শাশ্বত কাহিনি লেখা হয়— যাকে নিখাদ কল্পকাহিনি না বলে বাস্তবাশ্রিত আখ্যান বলাই শ্রেয়। হিমাদ্রি-আখ্যানও সেরকমই। রবীন্দ্রনাথের ‘ছেলেটা’র মতন পরিবার-বৃত্তের বাইরে স্রেফ জেদ আর জীবনশক্তির জোরে, বৃষ্টির জলে ফনফনিয়ে ওঠা লাউডগার সজীবতায় হিমাদ্রি বেড়ে ওঠে। বছর পনেরো বয়সে ভোররাতে জ্যাঠামশায়ের লঙ্গরখানা থেকে পালিয়ে গান্ধীজির ‘ডান্ডি-মার্চ’-এর সংহতিতে ভাটপাড়া থেকে মহিষবাথান কংগ্রেস স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিছিলে যোগ দেয়। সেদিন থেকেই হিমাদ্রি-চরিত্রের ভরকেন্দ্র ‘নিশ্চিতভাবে’ প্রোথিত হয় পরিবার-বৃত্তের বাইরে— মানুষের মধ্যে। প্রেম, বেকারত্ব ও আত্মসঙ্কটে দিশেহারা বারমুখো দামাল এই যুবকটি কার্যকারণ সম্পর্কের বিবিধ বিন্যাস ও সংমিশ্রণের এক মরিয়া জীবনপর্যায়ে নিজেকে পায় যুদ্ধক্ষেত্রে— ঐতিহাসিক মরুযুদ্ধে; মরুশৃগাল আখ্যায়িত জার্মান জেনারেল রোমেলের বিরুদ্ধে যুদ্ধরত। তারপর একে-একে লিবিয়া- টিউনিশিয়া-সাইপ্রাস-ইতালি… শেষে, দেশে ফেরা; দাঙ্গা-দেশভাগের কাটাপোড়া দাগ মনে নিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে…দ্বিতীয় বিশ্বযুদ্ধ-স্বাধীনতা সংগ্রাম-দাঙ্গা-দেশভাগের পটভূমিকায় লেখা এক সাধারণ মানুষের অসাধারণ কাহিনি।
Browse and Read other popular books by Himadri Kishore Dasgupta at Spectrashop
To know more updates on books around the world click on www.spectralhues.com






Reviews
There are no reviews yet.