চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা— কবিগুরু কথিত এই উত্তমপুরুষটির সঙ্গে যেন একাত্ম উমাপ্রসাদ মুখোপাধ্যায়। আশ্চর্য তাঁর সুদূরের পিপাসা। বছরে একবার হিমালয় তো বাঁধা নিয়ম। এ-ছাড়াও ফাঁকে ফাঁকে এখানে-ওখানে। শুধু এক বছরের হিসেব নিলেই বিস্ময় জাগে। যেমন অবিরাম ভ্রমণ, তেমনি কুশলী উমাপ্রসাদের ভ্রমণ-বৃত্তান্ত শোনানো। প্রতিটি অঞ্চলের খুঁটিনাটি, ঐতিহাসিক তথ্য, প্রবচন-কিংবদন্তী, সৌন্দর্য ও মানুষজনের কথা তাঁর ভ্রমণ বিবরণীতে। এই গ্রন্থ প্রকৃতপক্ষে তাঁর দুই ভ্রমণ-বিষয়ক গ্রন্থ ‘মুক্তিনাথ’ ও ‘আলোছায়ার পথে’-র সংকলন। এ যেন অ্যালবামেরই পৃষ্ঠা উল্টে উল্টে পুরনো ছবির, পুরনো স্মৃতির উজ্জ্বল পুনরুদ্ধার।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.