দ্বিতীয় দশকের প্রথমে সুভাষচন্দ্র যখন জনসেবায় আত্মনিয়োগ করেন তখনই তাঁর আদর্শগত বিকাশ অনেক দূর অগ্রসর হয়েছে। নবজাগ্রত ভারতের তারুণ্যের প্রতীক তিনি তো ছিলেনই, আসন্ন জাতীয় বিপ্লবের কাণ্ডারীর রূপ অনেকেই তাঁর মধ্যে তখনই প্রত্যক্ষ করেছিলেন। এই খণ্ডে আছে সেই সময়ের বিবিধ রচনা। সুভাষ-জীবনের এই ঘটনাবহুল উন্মেষ কালেই উপ্ত হয়েছিল ভবিষ্যত নেতার বীজ। পরবর্তীকালে আসমুদ্র হিমাচলের মানুষকে যে নেতা বেঁধে ফেলেছিলেন আদর্শের জালে। সেই মর্মস্পশী আহ্বান সেই স্বপ্নের ভারতকে কল্যাণময়ী রূপে গড়ে তোলার ব্রত।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.