ঝাড়গ্রামে এক ওয়েব সিরিজ ‘অন্বেষণ’-এর শ্যুটিং লোকেশনে এক বৃষ্টি বিঘ্নিত দুর্যোগের রাত্রে হটাৎ কোনও শিডিউল ছাড়াই ভুবনেশ্বর থেকে তড়িঘড়ি লুকিয়ে এসে হাজির হয় সুপারস্টার অনুরাগ দাশগুপ্ত৷ অনুরাগ কেন ঝাড়গ্রামে এভাবে এল? নায়িকার মহিমার টানে, নাকি সেনোরিটার দুর্নিবার যৌন আকর্ষণে? এর উত্তর কি আছে সবচেয়ে উপেক্ষিতা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর চন্দ্রলেখা নিয়োগীর কাছে? কী সম্পর্ক অনুরাগের সঙ্গে চন্দ্রলেখার? জীবনানন্দর কবিতা আর ঝুমুর গান ভালোবাসা সাংবাদিক বৈসম্পায়ন এর উত্তর খুঁজতে ঘটনাক্রমে হাজির হয় কনকদুর্গা মন্দিরের কাছে ডুলুং নদীর উল্টোদিকে এক জঙ্গলে! অপ্রত্যাশিত মুখোমুখি চন্দ্রলেখার! কে নিঃশব্দে অনুসরণ করে ওদের?…মেঘলা দিনে জঙ্গলে লুকোচুরি করে অনেক রহস্য, মনের অলিগলি৷ সেনোরিটা এক প্রাপ্ত মনস্ক রহস্য থ্রিলার৷
[Source: Patra Bharati]






Reviews
There are no reviews yet.