ভানু বন্দ্যোপাধ্যায়। বাংলা সিনেমা জগতে এক চিরকালের নাম। কৌতুক অভিনেতা হিসাবে অবিকল্প। কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় শুধুই কি নিছক একজন কমেডিয়ান? স্বাধীনতা সংগ্রামী, রস সাহিত্যস্রষ্টা থেকে একজন দরদী মানুষ ‘ভানু’কে কতজনই বা জানেন! ভানু বন্দ্যোপাধ্যায়ের ‘আত্মকথা’ এক সার্থক জীবন-স্মৃতি। অসাধারণ কলমে সেই সময়ের সমাজ, দেশভাগ ও ছিন্নমূল মানুষের অবর্ণনীয় দুঃখ-বেদনা থেকে শুরু করে যাত্রা-নাটক-সিনেমা জগতের এক প্রতিচ্ছবি ফুটে উঠেছে, ফুটে উঠেছেন মানুষ ‘ভানু বন্দ্যোপাধ্যায়।’ পাশাপাশি ভানু’র নিজস্ব নির্বাচিত জোক্স, কৌতুক-নকশার শ্রুতিনাটক, তাঁর সম্পর্কে বরেণ্য মানুষদের স্মৃতিচারণ, কার্টুন, দুষ্প্রাপ্য ছবি…এই সবকিছু নিয়ে ‘ভানু সমগ্র’। এক অদ্বিতীয় গ্রন্থ।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.