বাংলা রঙ্গমঞ্চে তিনি এক অবিস্মরণীয় নাম, কিংবদন্তী। তিনি শ্রীমতী বিনোদিনী দাসী, নটী বিনোদিনী। গিরিশচন্দ্র ঘোষের পরম আদরের ছাত্রী, স্নেহধন্যা এই অসামান্যা প্রতিভাময়ী নারী মাত্র ২৪ বছর বয়েসে ইতি টানলেন তাঁর মঞ্চজীবনে। স্বামী- সঙ্গে নতুন জীবন শুরু হল তাঁর। কিন্তু সুখ তাঁর জীবনে স্থায়ী হল না। একমাত্র কন্যার মৃত্যু, স্বামীর মৃত্যু তাঁকে বারবার যন্ত্রণার সাগরে ভাসিয়েছে। বিনোদিনী আশ্রয় নিলেন নতুন সৃষ্টির ভুবনে। সে ভুবন কালি- কলম-কাগজের। বিনোদিনীর সকল রচনা, বিনোদিনীর মঞ্চজীবন, বিনোদিনী প্রসঙ্গ-কথা, বিনোদিনীর দুষ্প্রাপ্য ছবি, আঁকা পোট্রেট এবং আরও সব চমকপ্রদ তথ্য ও ছবি একত্রিত করে গবেষক-শিল্পী দেবজিত্ বন্দ্যোপাধ্যায় একালের কৌতূহলী পাঠকের জন্য পরিবেশন করেছেন বিনোদিনী রচনাসমগ্র।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.