নীললোহিত, যাঁর বয়স কখনও সাতাশ ছাড়ায় না; নীললোহিত, যাঁর পায়ের তলায় সর্ষে এবং তার ফলে যিনি ঢুঁড়ে বেড়ান বিশাল ভারতের যাবতীয় চেনা-অচেনা জায়গা— এবার পাড়ি দিয়েছেন ইউরোপ-আমেরিকাতে। আর সেই ভ্রমণেরই রম্য কাহিনী এই গ্রন্থে।
বলতে গেলে, এ প্রায় অর্ধেক পৃথিবী পর্যটন। ইউরোপের হল্যান্ড, ফ্রান্স, আর ইংল্যান্ড, ওদিকে আমেরিকার এফোঁড়-ওফোঁড় ও কানাডা। কোনও ঠিকঠিকানা নেই। ইচ্ছেমতো বেড়ানো। আহার যত্রতত্র, শয়ন হট্টমন্দিরে। নীললোহিতের ভ্রমণ-অভিজ্ঞতাও সব হিসেবের বাইরে। বিদেশ দেখে, হীনম্মন্যতায় গলে পড়েন না তিনি। সহজ চোখে দেখেন, পছন্দ-অপছন্দের কথা স্পষ্ট করে বলেন। পুরোপুরি আড্ডার মেজাজে লেখা এ-বইতে বিদেশের অনুপুঙ্খ বর্ণনা যেমন রয়েছে, সেইসঙ্গে রয়েছে ওখানকার বাঙালি-জীবনের ঘনিষ্ঠ, অন্তরঙ্গ ছবি। এবারের ভ্রমণে অনেকের সঙ্গেই তাঁর দেখা হয়েছে, এমনকী, সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.