রাগ অনুরাগ, রবিশঙ্করের আত্মজীবনী এবং তার চেয়েও বেশি কিছু। রাগ অনুরাগ রবিশঙ্করের সারা জীবনের অভিজ্ঞতা, ব্যথা-বেদনার নির্যাস। অকপট ভাষায়, সাবলীল ছন্দে এত বড় একজন গুণী মানুষ প্রাণস্পর্শী যে-আত্মনিবেদন রেখেছেন তার তুলনা হয়তো কেবল রবিশঙ্করেরই মরমি সেতারবাদন। ‘রাগ অনুরাগ’-এ রবিশঙ্করের পরিবার-পরিজনের কথা আছে। স্ত্রী অন্নপূর্ণার প্রসঙ্গে রয়েছে সৎ স্বীকারোক্তি। তাঁর গুরু ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সমসাময়িক সেতারশিল্পী ওস্তাদ বিলায়েত খাঁ, ওস্তাদ হাফিজ আলি খাঁ, ওস্তাদ আমির খাঁ, ওস্তাদ গুলাম আলি খাঁ, সিদ্ধেশ্বরী দেবী, বেগম আখতার— প্রায় সবারই কথা আছে। অত্যন্ত সরস, মনোরমভাবে, পুঙ্খানুপুঙ্খ ডিটেল সমেত এক জীবন্ত রবিশঙ্করকে স্পর্শ করা যায় এই বইতে। মনে হয় যেন, রক্তমাংসের রবিশঙ্কর সামনে দাঁড়িয়ে কথা বলছেন। রাগ অনুরাগ নিয়ে বহু বিতর্ক, প্রতিবাদ, প্রতীক্ষা। শুধু বাংলা কেন, কোনও ভারতীয় ভাষাতেই এমন সৎ ও মহৎ আত্মকথন বেশি প্রকাশিত হয়নি।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.