বড়-বড় চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় বুদ্ধি পরিমাপের জন্য আলাদাভাবে প্রশ্নপত্র তৈরি হচ্ছে ইদানীং। বইপড়া-বিদ্যে উগরে দেওয়া সোজা, সাধারণ জ্ঞানও বাড়ানো যায়, কিন্তু বুদ্ধি বাড়ানো কি সম্ভবপর? প্রশ্নপত্র পেয়ে অনেকেই হাঁ হয়ে থাকে, উত্তর দেওয়া দূরের কথা, প্রশ্নই বুঝতে পারে না ভাল করে। চাকরির পরীক্ষার সহায়ক বই আর পত্রিকায় এখন তাই যোগ করা হচ্ছে বুদ্ধি-পরীক্ষার প্রশ্নোত্তরের কিছু নমুনা। আসলে, বুদ্ধি একদিনে বাড়ার নয়, নিয়মিত শান দেওয়ার ব্যাপার। খুব অল্প বয়স থেকেই যাতে এই শান-দেওয়ার কাজটা শুরু করা যায়, সেদিকে লক্ষ্য রেখেই পার্থসারথি চক্রবর্তী রচনা করেছেন এই বহুমূল্য বইটি— ‘বুদ্ধি নিয়ে দারুণ মজা’।
সত্যিই দারুণ মজাদার এই বই। যে-যে ধরনের প্রশ্ন হতে পারে, তারই কিছু-কিছু নমুনা তুলে ধরা হয়েছে এই বইতে। সেই সঙ্গে যোগ করা হয়েছে উত্তরও। ছবি দিয়ে, সংখ্যা দিয়ে, অঙ্ক দিয়ে, ধাঁধা দিয়ে বিস্তর মাথাখাটানোর সব সমস্যা। কঠিন খুব নয়, শুধু-যা একটু অনুশীলন করা। সেই অনুশীলনের কাজকেই সুগম করল ‘বুদ্ধি নিয়ে দারুণ মজা’।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.