আমাদের বুকের মধ্যেই থাকে নিরুদ্দেশ! আমাদের সকলের মনের মধ্যেই বুকের মধ্যেই থাকে একেকটা নিরুদ্দেশ…. কেউ ট্রেনে চেপে নিরুদ্দেশে যায় কেউ বা মনেমনেই…….বারো ঋতুর বারো বৈচিত্র্য! বারো বৈচিত্র্যের রূপ রস বর্ণ গন্ধ সম্পূর্ণ ভিন্ন! দাবদাহের যেমন সৌন্দর্য তেমনই বর্ষার তেমনই হেমন্তের উদাসীন মায়া ভারা ফসলের মাঠ, মন বিচলিত করে, তেমনই শীতের শীতলতা রুথু ভাব পাতা ঝরা বন প্রান্তর, তারপরেই বসন্তের শিমুল পলাশে উদাসী চৈতালি হাওয়ায় প্রেম জন্মে প্রকৃতির প্রতিটি প্রাণে!
আমাদের গল্প গুলোও তেমন। প্রকৃতির প্রভাব মানুষ থেকে পশুপাখি সকলের মনে শরীরে যেভাবে পড়ে আর তার প্রকাশ ঘটে তা সচরাচর আমরা লক্ষ্য করেও যে করি না! আমাদের গল্প গুলো শুরু হয় তখন থেকেই! আমাদের অ্যাকশন রি অ্যাকশন গুলো সকলই প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত! তাকে উপেক্ষা করে কে কোথায় যায়!বারো গল্পের বারোমাস্যা গল্পগ্রন্থটিতে বারোটি গল্পের একত্র উপহার স্থান পেয়েছে! বারোটি গল্প বারো মাসের ভিন্ন চরিত্র নিয়ে এসেছে! প্রতিটি গল্পে আছে ভিন্ন চরিত্র আবহ সৌন্দর্য অসৌন্দর্য! আসলে সবই সৌন্দর্য আর মায়া!
এই মায়া ভালবাসা হিংসা রুক্ষতা আবিলতা নিয়ে বারো গল্পের বারোমাস্যা। আধুনিক সময়ের এক অনন্য কথকতা এই গল্পগ্রন্থ!
Reviews
There are no reviews yet.