এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গে ভরা—এই প্রবাদপ্রতিম উক্তিটি বহু ব্যবহারে জীর্ণ। কিন্তু এর সারবত্তা এবং সত্যতা আজও এতটুকু কমেনি। বাংলা নামে এই দেশ ও বাঙালি নামে এর অধিবাসীদের প্রবহমান জীবনে রঙ ও রঙ্গের সমাহার বিপুল। এই দুটি মিলিয়ে সৃষ্টি হয়েছে বঙ্গবৈচিত্র্য। সেই বৈচিত্র্য থেকে কয়েকটি স্বল্পালোচিত প্রসঙ্গকে বেছে নিয়ে স্বাদু আলোচনা করেছেন এই গ্রন্থের লেখক। বাংলা মুদ্রণের সূচনা, প্রেরণা ও নবজাগরণে তার ভূমিকাকে লেখক খুঁজেছেন উনিশ শতকের প্রেক্ষাপটে। ইতিহাসের কালাধার থেকে এই গ্রন্থে উঠে এসেছে ভিন্ন ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করবার ব্যবস্থাপক ‘পতিতোদ্ধার সভা’র কাহিনী, পার্লামেন্টারি দলিল থেকে সংগৃহীত সতীদাহ নিবারক আইন সম্বন্ধে রামমোহনের প্রকৃত অভিমত, সিপাহি বিদ্রোহে বাঙালির মন কীভাবে চঞ্চল হয়ে উঠেছিল তার প্রমাণপত্র, ইংরেজ আমলে বিলাতি সংস্কৃতি ও শিল্পবিপ্লবের অবদান বাঙালিকে কতদূর উদ্ভ্রান্ত করে তুলেছিল তার সরস ইতিবৃত্ত। এছাড়াও আছে রাজনৈতিক নেতাদের হাতে কীভাবে বিপ্লবের সঞ্জীবনী মন্ত্র ‘বন্দে মাতরম্’-এর অপমৃত্যু ঘটল তার করুণকাহিনী, বাংলা উপন্যাসের সূচনার কথা, বাংলায় শেক্সপিয়র চর্চা, বাংলায় প্রথম নীলকর ইত্যাদি প্রসঙ্গের ইতিহাসঋদ্ধ ও বুদ্ধিদীপ্ত আলোচনা, সব মিলিয়ে এই গ্রন্থ বাংলা প্রবন্ধগ্রন্থের প্রবাহে এক বিশিষ্ট সংযোজন।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.