মাঝে মাঝে এমন বই হাতে আসে যার সঠিক গোত্র নির্বাচন কঠিন হয়ে পড়ে। বিশিষ্ট আইনজীবী নরনারায়ণ গুপ্তর বর্তমান গ্রন্থটি কালানুক্রমিক সরলরেখা। অনুসরণ করলেও তার প্রতিটি পর্বে এমন সব বাঁক আছে যা একই সঙ্গে চিত্তাকর্ষক এবং কালচিহ্নে সমৃদ্ধ।ব্যক্তিজীবনের আলাপচারিতায় অগ্রসরমান এই বৃত্তান্তের মধ্য দিয়ে তিনি যেন ত্রিধারায় বাহিত হয়ে এক সাগরসঙ্গমে পৌঁছতে চেয়েছেন। সাহেব পাড়ায় বাঙালি বাড়ির ছেলে কিশোরকালে যে সমাজচেতনায় স্নাত হয়েছেন সেই পথ তাঁকে জীবনের প্রান্তসীমা পর্যন্ত এক অবিচল বিশ্বাসে অচঞ্চল রেখেছে। আইনি দুনিয়ায় নিত্য যাতায়াতের পরেও বিশ্বের বাতায়ন খুলে তিনি দিন বদলের স্বপ্ন দেখেছেন। সেই আপসহীন পদযাত্রাকে রূপময় করেছে সংস্কৃতির বহু বিচিত্র ভাবতরঙ্গ।রাজনীতি থেকে আইন, আইন থেকে সংস্কৃতি এবং তৎসহ ক্রীড়াঙ্গনের প্রফুল্ল আনন্দে তিনি সমান সাবলীল। নরনারায়ণের গ্রন্থ রাজনীতি আইন সংস্কৃতি এবং সমাজ বিষয়ে অনেক গভীর জিজ্ঞাসা তুলে এনেছে যা পরবর্তী প্রজন্মের গবেষকদেরও ভাবিত করবে।একটি নির্দিষ্ট সময়ের নির্ভরযোগ্য দলিল হয়ে উঠলেও বহুবর্ণে সমৃদ্ধ সুতোর বুননে তা এক মনোরম নকশিকাঁথার আদল নিয়েছে।
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.