জীবনের রন্ধ্রপথে হারিয়ে যাওয়ার মুখে কৌশানীর সামনে যখন অন্তহীন প্রতিকূলতা, তখনও সে লড়াই চালিয়ে যেতে চায় তার শেষ স্বেদবিন্দু অবধি। কারণ ভালবাসাই একমাত্র মহীরুহ, যা লড়াকু মানুষকে দেয় ছায়া-শীতলতা। চরম প্রতিকূলতার সামনে দাঁড়ানো কৌশানীকে অভিমন্যুর মতো ঘিরে ধরে বিশ্বাস, অবিশ্বাস, প্রেম, নির্মমতার নাগপাশ। তারপর? একচিলতে ভালবাসার মিঠে রোদ ‘অবশ্যম্ভাবী’।
[Source: Patra Bharati]
Reviews
There are no reviews yet.