“এটা এমন একটা সময় যখন কলকাতাই পথ দেখাচ্ছে গোটা দেশকে। কলেজ স্ট্রিট, বউ বাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে হেঁটে যান বিদ্যাসাগর, বেথুন সাহেব, নজরুল, ডিরোজিওর মতো ব্যক্তিত্বরা। সেই সময়ের কলকাতা শহরের স্মৃতিচিহ্নগুলো এখন যেন থেকেও নেই। এর কোনোটা হেরিটেজ তকমা পেয়েছে কোনোটা আবার পায়নি। এরকমই কিছু ঠিকানার সন্ধানে বেরিয়েছে দুই বন্ধু টিনা আর অলীক। কখনো ওরা খুঁজে দেখেছে সুকিয়া স্ট্রিটে বেথুন স্কুলের প্রথম ঠিকানা। সল্টলেকের বিখ্যাত লালবাড়ি যেখান থেকে স্থানীয়ভাবে শুরু হয়েছিল গান্ধীর লবণ সত্যাগ্রহ, সেই বাড়ির এখন কী অবস্থা? ছকভাঙা দুর্গাপ্রতিমা বানিয়েছিলেন মৃৎশিল্পী গোপেশ্বর পাল। তাঁর স্টুডিয়ো ঠিক কোথায়? মল্লিক বাজারের ভিড়ে লুকিয়ে থাকা একসময়ের গর্বের গ্যাসচুল্লি অথবা তালতলার নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা লেখার বাড়ি, বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে বিদ্যাসাগরের ঘড়ির কথা কতজন জানেন? ইন্ডিয়ান মিরর স্ট্রিটে অভিনেত্রী নার্গিসের ছোটোবেলার বাড়ির উঠোনে এখন মোটর পার্টসের দোকান। মানিকতলার কবরস্থানে অবহেলায় পড়ে থাকা রবীন্দ্রনাথের চিকিৎসকের সমাধি অথবা দমদমের পিয়ার্স সাহেবের স্মৃতিস্তম্ভ। সবই কি এই নগরায়ণের সঙ্গে মুছে যেতে বসেছে? বিবর্ণ, বিস্মৃতপ্রায় শহরের এই সব ঐতিহ্যকে নিয়েই
কলকাতার সচিত্র অজানা হেরিটেজ।
”
[Source: Book Farm]
Reviews
There are no reviews yet.