‘কুয়াশার টয় ট্রেন’ একটি প্রেমের কবিতার সংকলন। এই কাব্যগ্রন্থ নাগরিক জীবনের অন্তরালে বেঁচে থাকা ভালবাসার কথা বলে। যে ভালবাসা নারীপ্রেম ছাড়িয়ে জীবনের দিকে এগোয়, তার সঙ্গে মেশে। যেভাবে এই জীবনে মিশে যায় কোলাহলের এভিনিউ আর নির্জন গ্রামপথ! মিশে যায় পুরনো হারানো বন্ধু ও স্মৃতি। মেঘ ও দূরের আকাশে ওড়া পাখি! এই প্রেমের কবিতাগুলি ভালবাসার রঙে এঁকে রাখে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা। এঁকে রাখে আনন্দ-বিষণ্ণতার এক অনুচ্চ চিত্রপট। ‘কুয়াশার টয় ট্রেন’ আমাদের রোজকার জীবনের আশা-আকাঙ্ক্ষা, হিংসা, রাগ, অভিমানের মাঝেও বেঁচে থাকা এক ভালবাসার উদযাপনের কথা বলে। বলে বন্ধনহীন সততা ও একাগ্রতার কথাও। সহজ ভাষায় জানায় আমাদের জীবনের সব কিছুতেই মিশে থাকে ভালবাসা, যেভাবে পাহাড়ি কুয়াশায় মিশে থাকে টয় ট্রেনের ধোঁয়া, তার নীল রঙের আশ্চর্য ভ্রমণ!
[Source: Ananda Publishers]
Reviews
There are no reviews yet.