আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস গভীর আত্মত্যাগের ইতিহাস, অবিশ্বাস্য সাহস, বীরত্ব আর বিশাল এক অর্জনের ইতিহাস। যখন কেউ এই আত্মত্যাগ, বীরত্ব আর অর্জনের ইতিহাস জানবেন, তখন যে শুধু দেশের জন্যে গভীর ভালোবাসা আর মমতা অনুভব করবেন তা নয়, যাঁরা এই স্বাধীনতা এনেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের কথা ভেবে গর্বে তার বুক ভরে উঠবে।
লেখক এই গ্রন্থে একাত্তরের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাষ্য থেকে তুলে এনেছেন দেশের প্রতি তাঁদের আত্মত্যাগ, ভালোবাসা, কষ্টের অনুভূতি ও পরবর্তী প্রজন্মের প্রতি আশাবাদ আর স্বপ্নগুলোকে।
যুদ্ধাহতের ভাষ্য- গ্রন্থটি পাঠ করে নতুন প্রজন্ম মাতৃভূমিকে ভালোবাসার তীব্র আনন্দটুকু অনুভব করতে শিখবে। মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাঁদের চোখের দিকে তাকিয়ে একদিন তারা নিশ্চয়ই বলবে- তোমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলে সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলব। তোমাদের রক্তের ঋণ আমরা শোধ করবই।
[Source: Kotha Prokash]
Reviews
There are no reviews yet.